ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতার রিপোর্ট

বাংলাদেশে পুলিশ-র‌্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কোর্টে জমা দেওয়া প্রতিবেদনে বলেছে-BNP-র যুগ্ম মহাসচিব সালাহউদ্দীন আহমদকে খূঁজে পাওয়া যায়নি এবং তারা তাঁকে আটকও করেনি। হাই কোর্টের এক নির্দেশনার কারণে তারা ঐ প্রতিবেদন জমা দিয়েছে।পাঁচ দিন যাবত সালাহউদ্দীন আহমদের কোনো সন্ধান মিলছেনা। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।

Your browser doesn’t support HTML5

AK SALAH

বাংলাদেশে BNP নেতৃত্বাধীন জোট আহুত অবরোধের ৬৯ তম দিন অতিবাহিত হলো আজ রবিবার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

AK HASINA

বাংলাদেশে রাজনৈতিক সংঘাত-সহিংসতাময় পরিস্থিতির কারণে,গার্মেন্টসের ক্রেতারা বাংলাদেশে যেতে চায়না- ক্রয় আদেশ কমে গিয়েছে, অনেক গার্মেন্টস বন্ধও হয়ে গিয়েছে- আর এতে লাভবান হচ্ছে অন্য ক’টি দেশ।গার্মেন্টস খাতের চলমান সংকট নিয়ে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন BGMEA-র সহ সভাপতি শহিদুল্লা আজিমের মন্তব্য ভিত্তিক প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

GARMENTS