দেশব্যাপী চলমান লাগাতার অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াঃ রিপোর্ট জহুরুল আলমের
Your browser doesn’t support HTML5
অনেকটাই নাটকীয়ভাবে, গত রাতে তিনটার দিকে BNP চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়- সরিয়ে নেওয়া হয় জলকামানসহ সব ধরণের প্রতিবন্ধক- জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী তাঁর প্র্রতিবেদনে।
Your browser doesn’t support HTML5
ঢাকার মেট্রোপলিটান পুলিশ DMP-র গোয়েন্দা বিভাগ ঢাকা থেকে সোমবার ভোরে মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামিক স্টেইট আই এস’র চার জঙ্গিকে তারা গ্রেফতার করেছে বলে দাবি জানিয়েছে – এরই ওপর ঢাকা থেকে আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন জহূরুল আলম:
Your browser doesn’t support HTML5