ইস্তাম্বুল বিমান বন্দরে ফ্রান্সের সন্ত্রাসী আক্রমণে সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে

তুরষ্কের একটি সংবাদ সংস্থা থেকে প্রচারিত ভিডিও চিত্রে ফ্রান্সের সান্ত্রাসী আক্রমনের সংগে যুক্ত এক সন্ত্রাসীর বিধবা পত্নীকে তুরষ্কে প্রবেশ করতে দেখা গিয়েছে। ইস্তাম্বুল বিমান বন্দরের নিরাপত্তা ক্যামেরায় ভিডিওটি ধারণ করা হয়।

তুরষ্কের কর্মকর্তারা মনে করছেন, ফহাবারটি টেলিভিশনে যে ভিডিও চিত্র প্রচারিত হচ্ছে, তা প্যারিসে্ ৩দিনব্যাপী সন্ত্রাসী হামলার সংগে যুক্ত ২৬ বছর বয়সী হাইয়াত বুমেদিয়ান-এর। ফ্রান্সের কর্তৃপক্ষের মতে বুমেদিয়ান সান্ত্রাসী হামলার সংগে সংশ্লিষ্ট। ফ্রান্সের সন্ত্রাসী আক্রমণে সংশ্লিষ্ট৩ সন্ত্রাসী এবং ১৭জন নিহত হয়।

এসোসিয়েটেট প্রেসের রিপোর্টে বলা হয়েছে, তুরষ্কের শীর্ষস্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বুমেদিয়ানকে ইস্তাম্বুলের সাবিহা গক্সচিন বিমান বন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ বুথে দিকে এগেয়ে যেতে দেখা গিয়েছে।

ওদিকে ফ্রান্স স্পর্শকাতর এলাকাগুলোতে ১০হাজার সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে প্যারিসে মারাত্মক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঐ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।