কিনিয়ার প্রেসিডেন্ট উহুরু কিনিয়াটা স্বারাষ্ট্র মন্ত্রী ও পুলিশ প্রধান বদলের কথা ঘোষনা করেছেন-জঙ্গি হামলায় ৩৬ব্যক্তির প্রাণ বিনাশ হবার ক’ ঘন্টা পরেই।এই দু’ই কর্মকর্তারই জঙ্গি হামলা থামাতে বিফল হয়েছেন বলে তাঁদের বিরুপ সমালোচনা হচ্ছিলো।
এরই মাত্র ক’ঘন্টা আগে কিনিয়ার উত্তরপূর্বাঞ্চলের যে হত্যাকান্ডে,মঙ্গলবার ভোরে,৩৬ ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে- সোমালী জঙ্গি দল আসশাবাব তার দায় দায়িত্ব দাবি করে।
আসশাবাবের দেওয়া বয়ানে বলা হয়েছে-তাদের লড়াকুরা,তারা যাঁদেরকে কিনা কিনিয়ার খৃষ্টান ধর্মযোদ্ধা বলে গন্য করে তাঁদেরকে হত্যা করেছে এবং সোমালিয়ায় লড়তে সৈন্য পাঠানোর দায়ে কিনিয়াকে তারা দন্ডিত করছে।
কিনিয়ার সেনাবাহিনী সেই দু’ হাজার এগারো থেকেই সোমালিয়ায় রয়েছে-বহুপক্ষিয় আফ্রিকী বাহিনীর অংশ হিসেবে-সোমালিয়ার প্রধান শহর-নগরগুলো থেকে আসশাবাবকে খেদিয়ে বের করতে মদত দিয়েছে তারা।
ঐ জঙ্গিরা মাঝে মধ্যেই কিনিয়ার ওপর চড়াও হয়েছে-সরকারকে হূঁশিয়ার করতে এই বলে যে,সোমালিয়া থেকে কিনিয় সৈন্যদের প্রত্যাহার না করলে হামলা আরো হবে।
এই গত মাসেই,ঐ একই এলাকায়,মঙ্গলবারের হত্যাকান্ডের মতোই আসশাবাব বন্দুকধারীরা ২৮ জনকে হত্যা করেছিলো।