মেক্সিকোর সামাজিক ব্যবসায় সম্মেলন নিয়ে মতিয়ুর রহমান চৌধুরীর রিপোর্ট

সামাজিক ব্যবসা বিষয়ক মেক্সিকো সম্মলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নোবেল বিজয়ি বাংলাদেশের প্রফেসার মোহাম্মদ ইউনুস ।সম্মেলনে ৫০ দেশের সাড়ে সাত শ’ প্রতিনিধি অংশ নেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি মতিয়ুর রহমান চৌধুরী আজ এ রিপোর্টটি পাঠিয়েছেন।

Your browser doesn’t support HTML5

mrc