মুখ্যত:চীন ও ভারতের উদ্যোগে ২১ দেশের সমন্বয়ে গড়ে উঠতে চলেছে এশিয়ার নতুন অবকাঠামো অর্থায়ন ব্যাঙ্ক প্রায় দশ হাজার কোটির ডলার মূলধণ নিয়ে।বাংলাদেশ এতে যোগদানের মৌ সোক্ষর করেছে।কি হতে পারে এর ভবিষ্যত তাই নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র পদস্থ গবেষক, বিশিষ্ট অর্থনীতিবীদ ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্যের সঙ্গে।ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন।
Your browser doesn’t support HTML5