আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশান এবং রেড ক্রীসেন্ট সোস্যাইটিযের প্রধান কর্তাব্যক্তি বলছেন-পশ্চিম আফ্রিকায় সাড়ে চার হাজার মানুষের প্রাণ বিনাশ করেছে ইবোলার যে সংক্রমন,সঠিক পথে এগুতে পারলে,চার থেকে ছ’ মাসের ভেতরেই সে সংক্রমন ঠেকানো সম্ভব হতে পারে।
এলহাজ্ব আস সি আজ বুধবার চীনে বলেছেন-ইবোলার সংক্রমনের যাথার্থ নিশ্চিত ভাবে সনাক্ত করবার পর সংক্রমিত ব্যক্তিকে পৃথক করে রেখে- ভালোভাবে তার চিকিত্সা করতে পারলে- এবং এ সংক্রমনে মৃত ব্যক্তির যথাযথভাব সত্কারের বন্দোবস্ত করা গেলে এই সময় সীমা রক্ষা করা সম্ভব হতে পারে।
এ রোগের প্রাদূর্ভাব সম্পর্কিত সর্ব সাম্প্রতিক খবরাখবর এবং সেই সঙ্গে চিকিত্সা-পরামর্শ-সুপারিশ নিয়ে কোনো রদবদলের দরকার আছে কিনা – এসব বিষয়ে আলোচনার জন্যে বিশ্ব স্বাস্থ সংস্থা WHO আহুত ইবোলা সংক্রান্ত এমারজেন্সী কমিটির বৈঠক উপলক্ষে তিনি ঐ মন্তব্য করেন।
ঐ বৈঠক দু’একদিন চলতে পারে- আর তার পর বৈঠকের ফলাফল নিয়ে WHO সংশ্লিষ্টদের অবহিত করবে বলে জানা গিয়েছে।