ভয়েস অফ এ্যামেরিকার কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট

পশ্চিম বঙ্গে তৃণমুল নেত্রি প্রয়োজনে বি-জে-পি’কে রুখতে সি-পি-এমের সঙ্গেও বোঝাপড়া করতে সম্মত—অভাবনীয় এই পরস্থিতির বিবরণ দিতেই রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

gupta

কলকাতায় এক অনুষ্ঠানে দেশের ভিজিলেন্স কমিশনার প্রদীপ কুমার বলেছেন-অপরাধের চরিত্র ও অভিমুখ বদলাচ্ছে-এরই প্রেক্ষিতে ভিজিলেন্স কর্মিদের আরো বেশি করে আধুনিক প্রযুক্তি রপ্ত করা প্রয়োজন।

Your browser doesn’t support HTML5

pgr