আইন প্রণয়নই সংসদের মূল কাজ হলেও বর্তমান বাংলাদেশ জাতিয় সংসদের প্রথম অধিবেশনে একাজে মাত্রই এক দশমিক আট ভাগ সময় ব্যয় হয়েছে।সোমবার প্রকাশিত TIB-র এক গবেষনা প্রতিবেদনে বলা হয়েছে অবশিষ্ট সময় সরকারের প্রশংসা এবং সাবেক প্রধান বিরোধি দল BNP এবং জামাতে ইসলামির সমালোচনায় ব্যয় হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহূরুল আলম তাঁর রিপোর্টে।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে,রফতানী প্রক্রিয়াজাতকরণ এলাকা EPZ-এ শ্রমিক কল্যান সমিতি নামে শ্রমিক সংগঠন করার অধিকার আইন, বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা অনুমোদন করেছে- তবে,ট্রেড য়ুনিয়ন করার অধিকার দেওয়া হচ্ছেনা। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে,শ্রমিক সংগঠনগুলো EPZ-এ শ্রমিক কল্যান সমিতি গঠনে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে- তারা,পরিপূর্ণভাবে ট্রেড য়ুনিয়ন করার অধিকার চাইছেন।এ সম্পর্কে শ্রমিক নেত্রী কল্পনা আকতারের মন্তব্যসহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
Your browser doesn’t support HTML5
পবিত্র রমজান মাসে স্বাস্থ্যসমস্যা এড়ানোর জন্যে রোজাদারদের খাদ্য নির্বাচনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। এনিয়ে শুনুন জহুরুল আলমের সাক্ষাতকারভিত্তিক রিপোর্ট।
Your browser doesn’t support HTML5