কাবুলে আত্মঘাতি হামলায় আট সামরিক অফিসার নিহত

কাবুলে,বিমান বাহিনীর একটি বাসের ওপর আত্মঘাতি হামলায় কম হ’লেও আট আফগান সামরিক অফিসার নিহত হয়েছেন-আহত হয়েছেন আরো বহূজন।

সরকারি কর্মকর্তাদের বয়ান মোতাবেক জানা যায়- এ হামলা হয় কাবুল য়ুনিভার্সিটির কাছাকাছি এক যায়গায়-বুধবার সকালবেলায়।

তালেবান দল হামলার দায় দায়িত্ব দাবি করেছে- তারা বলছে,ঐ বাসটিই তাদের হামলার লক্ষ ছিলো।তালেবান সূত্র বলছে- তাদের লোক পায়ে হেঁটে বাসটির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

ইতিমধ্যে,আফগান সরকারের কর্তাব্যক্তিরা দেশটির ফিরতি দফার রান অফ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল বিলম্বিত করেছে-ফলাফল ঘোষনার ব্যাপারে ঐকমত্য কায়েমে সফল না হওয়ার পর।ভয়েস অফ এ্যামেরিকার রিপোর্টারেরা জানাচ্ছেন-ইনডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন এখন এ ফলাফল আসছে সপ্তাহে ঘোষনার কথা চিন্তা করছেন।