যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানব পাচার রিপোর্টে বাংলাদেশকে বাধ্যতামুলক শ্রম এবং দেহ ব্যবসার জন্যে পাচারের উত্স হিসেবে বাংলাদেশের কথা বলা হয়েছে।বলা হয়েছে পাচার রোধে আইনের মানদন্ড সঠিভাবে মানা হচ্ছে না।বিষয়টি নিয়ে বিশিষ্ট এক মানবাধিকার মতাদর্শির মন্তব্যসহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
Your browser doesn’t support HTML5