যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি আম্মান এবং জেরুজালেমের মধ্যে আসা যাওয়া করছেন । তিনি ইস্রায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় গতি সঞ্চারের চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতি্ক জর্ডানের আম্মানে শুক্রবার মিঃ আব্বাসের সংগে আলোচনার পরপরই দ্বিতীয় দফার আলোচনার জন্য ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইস্রায়েলী প্রধান মন্ত্রী বেনইয়ামিন নে্তানিয়াহুর সংগে আরো আলাপ আলোচনার জন্য জেরুজালেমে ফিরে যান।
মিঃ কেরি এবং মিঃ নেতেনইয়াহু বৃহস্পতিবার জেরুজালেমে মধ্যান্ন ভোজনের সময় আলাপ আলোচনা করেন। বৃহস্পতিবার গোরার দিকে মিঃ নেতেনইয়াহু বলেন, নিরপত্তার প্রশ্নে ইস্রায়ল কোন ছাড় দেবেন না।
মিঃ কেরি বলেন, শান্তি আলোচনায় ফিরিয়ে আনার জন্য শেষ সময় সীমা তিনি বেধে দিচ্ছেন না তবে তিনি সতর্ক করেছেন যে যেকোন বিলম্ব যেসব ব্যাক্তিরা এটা ঘটতে দিতে চায় না তাদের দিয়েই শূন্য স্থানটি পূরণ হয়ে যাবে।