সিরিয়ার রাজধানীতে প্রচন্ড লড়াই

বৃহস্পতিবার সিরিয়ার রাজধানীর কিছু কিছু অংশে অবরোধ সৃষ্টি হয় যখন সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়।

দামেষ্কের হাজার আল আসওয়াদ এলাকায় এবং রাজধানীর প্রান্তে দারাইয়াতে গোলা বর্ষন এবং বাড়িতে বাড়িতে হামলার খবর দিয়েছে সক্রিয় কর্মীরা।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল মিকদাদ দামেষ্কে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন ওই দেশ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরোধী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে।

তিনি বলেন, যে সব কারণে এই সঙ্কট বেড়েছে তা কি তা সবাই জানে। স্বশস্ত্র গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ এবং আঞ্চলিক গ্রুপগুলোকে যে সমর্থন দেওয়া হচ্ছে এবং তুরস্ক উচ্চমানের অস্ত্র দিয়ে যে সমর্থন দিচ্ছে তা আল কায়দা সহ সকল সন্ত্রাসীকে সাহায্য করছে। সিরিয়ায় আসার জন্য, তাদের তুরষ্কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অফসারভেটরি ফর হিউম্যান রাইটস ভয়েস অফ আমেরিকাকে বলেছে বুধবার দামেস্কে অন্তত ৪১ জন নিহত হয়।