অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতি ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০, বলছেন কর্মকর্তা   


হাইতির কাপ-হাইতিয়েন শহরে গ্যাস ট্রাক বিস্ফোরণে হতাহতদের দেখতে হাতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি হাসপাতালে যান। ডিসেম্বর ১৪, ২০২১। (ছবি- এপি)
হাইতির কাপ-হাইতিয়েন শহরে গ্যাস ট্রাক বিস্ফোরণে হতাহতদের দেখতে হাতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি হাসপাতালে যান। ডিসেম্বর ১৪, ২০২১। (ছবি- এপি)

গত সপ্তাহে হাইতির ক্যাপ হাইতিয়েন শহরে গ্যাস ট্রাক বিস্ফোরণে যে এক ডজনেরও বেশি মানুষ আহত ছিল, তারা মারা গেছেন। ঐ শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। ক্যাপ হাইতিয়েন শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনোর বলেন দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে আশংকাজনক অবস্থায় যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের কারণে " দুঃখজনকভাবে হিসাবটি এখনও অসম্পূর্ণ"। তিনি বলেন ১৩ই ডিসেম্বর রাতে ঐ গ্যাস ট্রাকের ড্রাইভার একটি ট্যাক্সিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় অধিবাসীরা ট্রাকটি থেকে পড়া জ্বালানি সংগ্রহ করতে যান, আর তখনই বিস্ফোরণটি ঘটে। মঙ্গলবার শহরের প্রধান ক্যাথেড্রালে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষকৃত্য অনুষ্ঠানের জন্যে মাত্র ২৫টি কাস্কেট প্রস্তুত করা হচ্ছে। কারণ বেশিরভাগ মৃতদেহ দুর্ঘটনার পর পরই ক্যাপ-হাইতিয়েনে গণকবরে সমাহিত করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় পর্যদুস্ত হাইতির ১১ মিলিয়ন অধিবাসীর মধ্যে ৬০ শতাংশই দারিদ্র সীমার নীচে বসবাস করেন। দুর্ঘটনার পর হাইতির জাতীয় স্বাস্থ্য সেবা পদ্ধতির দুর্বলতা ধরা পড়লো। কারণ পুড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হওয়া রোগীদের চিকিৎসার জন্যে ডক্টরস উইদাউট বর্ডার্স-এর তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র বিশেষ হাসপাতাল রয়েছে দেশটির রাজধানীতে যা দুর্ঘটনাস্থল ক্যাপ-হাইতিয়েন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে। স্থানীয় হাসপাতাল কর্মীদেরকে সহায়তার লক্ষ্যে তারা একটি জরুরী টিম দুর্ঘটনাস্থলে পাঠিয়েছিল।

XS
SM
MD
LG