সমতলের আদিবাসীদের ভূমি সুরক্ষায় স্বাধীন কমিশন গঠন,সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আদিবাসী কোটার সঠিক বাস্তবায়নের দাবিতে আজ দিনাজপুরে মানব বন্ধন ও সমাবেশ হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো ঘটনার ন্যায্য বিচার প্রতিষ্ঠা, বর্তমান ক্ষমতাসীন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আদিবাসীদের জন্য করা অঙ্গীকারের বাস্তবায়ন ও মানবাধিকারের প্রতিষ্ঠার দাবি জানান।
জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, কেন্দ্রীয় নেতা মানিক সরেন, খোকন সুইটেন মুরমু, আদিবাসী নারী পরিষদের নেত্রী শিবানি উরাও, রানী হাঁসদা।
তারা বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালি জনগোষ্ঠীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আদিবাসীরাও দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে করেছিল। এখন দেশের সামগ্রিক উন্নয়নে আদিবাসীরাও অবদান রেখে চলেছে। তবুও আদিবাসীরা এই দেশে অবহেলা অনাদরে রয়ে গেছে। তাদেরকে প্রতি নিয়ত নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। যারাই ক্ষমতায় থেকেছে তারা আদিবাসীদের উন্নয়নে অনেক অঙ্গীকারের কথা ব্যক্ত করলেও সেগুলো শুধু কাগজে কলমে রয়ে গেছে। বিশেষত ২০০৮, ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনী ইশতেহারে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার আদিবাসী ভূমি রক্ষায় ভূমি কমিশন গঠনসহ তাদের জীবন মান রক্ষার অঙ্গীকার করলেও তা আজো বাস্তবায়ন হয়নি।