অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহত্তর ও উচ্চাভিলাষী জোটের পরিকল্পনা করছে


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৫৩তম নিরাপত্তা পরামর্শমূলক বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন।২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/কিম হং-জি)
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৫৩তম নিরাপত্তা পরামর্শমূলক বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন।২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/কিম হং-জি)

উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করার জন্য দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৯ হাজার সৈন্য অবস্থান করছে। তবে ওয়াশিংটন এবং সিউল গোটা অঞ্চলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জন্য একটি বড় ভূমিকার দিকে নজর দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা সিউলে দক্ষিণ কোরিয়ায় তাদের প্রতিপক্ষের সঙ্গে বার্ষিক আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ার বাহিনীর জন্য একটি বড় ভূমিকার কথা বলছেন। তবে উভয় দেশ সিউলের ভূমিকা নির্দিষ্টভাবে কী হবে তা প্রতিষ্ঠা করার কাজ করলেও, তারা এই বিষয়ে সম্মত হয়েছে যে পিয়ংইয়ং-এর হুমকি উপেক্ষা করা যাবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার তাঁর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্যান্য উচ্চ-পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে বলেন, "ডিপিআরকে তার ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র কর্মসূচির অগ্রগতি অব্যাহত রেখেছে যা আঞ্চলিক নিরাপত্তাকে ক্রমশ অস্থিতিশীল করে তুলছে।"

অস্টিন বলেন ওয়াশিংটন এবং সিউল উভয়ই উত্তর কোরিয়ার বিষয়ে কূটনৈতিক পন্থা ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও "আমাদের সম্মিলিত প্রতিরোধ বাড়ানোর ব্যবস্থা এবং আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা" বিষয়ে আলোচনা হয়েছে।

এর অংশ হিসেবে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বৃহস্পতিবার বলেছেন কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বর্তমান পর্যায়ে থাকবে।

সুহ একজন অনুবাদকের মাধ্যমে বলেন, "মন্ত্রী এবং আমি, সম্মিলিত প্রতিরক্ষা এবং বর্ধিত প্রতিরোধ ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।"

বৈঠকের পরে জারি করা এক যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিতে"পারমাণবিক, প্রচলিত এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষমতাসহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার সম্পূর্ণ পরিসর ব্যবহার" করার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

XS
SM
MD
LG