অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য মালিতে ৩০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা


মালির মোপ্তি অঞ্চল
মালির মোপ্তি অঞ্চল

শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মালির মধ্যাঞ্চলের উত্তপ্ত মোপ্তি এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালিয়ে সন্দেহভাজন জঙ্গিরা অন্তত ৩০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন শুক্রবার বান্দিয়াগারা শহরের কাছে "সন্ত্রাসীদের" ঐ হামলায় "যাত্রীদের ওপর গুলিবর্ষণ করা হয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়"।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, "রাষ্ট্র ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে।"

বান্দিয়াগাড়ার একজন নির্বাচিত কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পশ্চিম আফ্রিকার ঐ দেশটিতে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

মালি একটি ইসলামপন্থী বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে যা ২০১২ সালে উত্তরে প্রথম শুরু হয়েছিল। তখন থেকে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ এই লড়াইয়ে নিহত হয়েছে।

হাজার হাজার ফরাসি এবং জাতিসংঘের সৈন্যের উপস্থিতি সত্ত্বেও, সংঘর্ষটি মধ্য মালিকে গ্রাস করেছে এবং প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং নিজারে ছড়িয়ে পড়েছে।

সাহেল-বিস্তৃত সংঘাতের সবচেয়ে সহিংস কেন্দ্র হয়ে উঠেছে মালির এই মধ্যাঞ্চল। সেখানে প্রায়ই জাতিগোষ্ঠীগত হত্যাকাণ্ড এবং সরকারী বাহিনীর উপর আক্রমণ হয়।

চলমান সহিংসতার বিরুদ্ধে গণবিক্ষোভের পর গত বছর একটি সামরিক অভ্যুত্থান রক্তপাত থামাতে ব্যর্থ হয়েছে।

XS
SM
MD
LG