অ্যাকসেসিবিলিটি লিংক

ভারী বর্ষণ এবং বন্যায় উত্তর-পূর্ব ব্রাজিলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত


ব্রাজিলের ইতামারাজু অঞ্চলে ভারী বর্ষণে একটি নদীর ওপর থাকা সেতু ভেঙ্গে পড়ায় স্থানীয়দের সহায়তা করছেন কর্মীরা। (ফাইল ফটো- বাহিয়া ষ্টেট ফায়ার ডিপার্টমেন্ট/ এএফপি)
ব্রাজিলের ইতামারাজু অঞ্চলে ভারী বর্ষণে একটি নদীর ওপর থাকা সেতু ভেঙ্গে পড়ায় স্থানীয়দের সহায়তা করছেন কর্মীরা। (ফাইল ফটো- বাহিয়া ষ্টেট ফায়ার ডিপার্টমেন্ট/ এএফপি)

ব্রাজিলের বাহিয়া রাজ্যে বন্যায় ১১,০০০ এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের মধ্যে যেসব মানুষের কোন বিকল্প থাকার জায়গা নেই তাদের জন্য কর্তৃপক্ষ শনিবার তাড়াহুড়ো করে ত্রাণ সরবরাহের ব্যবস্থা করে।

রাজ্যটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানায় যে ভারী বর্ষণে নভেম্বর থেকে ১৭ জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বৃহস্পতিবারের সর্বসাম্প্রতিক নিহতের ঘটনাটিও রয়েছে।ক

সংস্থাটি কর্তৃক শুক্রবার প্রদত্ত তথ্য অনুযায়ী, রাজ্যটির দক্ষিনের গুয়ারাতিঙ্গা, ইতোরোরো এবং কোয়ারাসিসহ ১৯ টি শহরে প্রবল বৃষ্টির পর প্রায় ৪,২০০ মানুষ আশ্রয় খুঁজছেন।

সংস্থাটি আরও জানায় যে ১১,২৬০ জন মানুষ নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জনবল, বিমান এবং সরঞ্জাম নিয়োজিত করার সাথে সাথে বন্যার্ত এলাকার বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান করতে শনিবার বাহিয়া এবং কেন্দ্রীয় সরকার একটি যৌথ অভিযান শুরু করে যাতে অন্যান্য রাজ্যগুলোও সহযোগিতা করছে।

রাজ্যটির গভর্নর রুই কস্তা একটি ভিডিও বার্তায় বলেন যে, “আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই ক্রিসমাসে বাহিয়াতে ভারী বর্ষণের শিকার মানুষদের সহায়তার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

রাজ্যটির পরিকাঠামো সচিব জানান যে ১৭ টি রাস্তায় বন্যা এবং যান চলাচল বন্ধের খবর পাওয়া গিয়েছে যার মধ্যে কয়েকটি ভূমিধ্বস এবং পাথরধ্বসের কারণে হয়েছে।

শহরের কর্মকর্তারা জানান যে ডিসেম্বরের হিসাবে শুক্রবার পর্যন্ত বাহিয়ার রাজধানী সালভাডোরে সর্বমোট ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কিনা সেখানকার ঐতিহাসিক গড়ের পাঁচগুন।

XS
SM
MD
LG