একজন সীমান্তরক্ষী মুখপাত্র জানিয়েছেন শনিবার দক্ষিণের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি বিতর্কিত পবিত্র স্থানের কাছে একজন ফিলিস্তিনি নারী ইসরাইলি বাসিন্দাকে ছুরিকাঘাত করে তাকে সামান্য আহত করেছে।
ইহুদিদের কাছে কেইভ অফ প্যাট্রিয়ার্ক এবং মুসলমানদের কাছে ইব্রাহিমি মসজিদ নামে পরিচিত ঐ গুরুত্বপূর্ণ স্থানে হামলাটি করা হয়। ঐ স্থানটি উভয় ধর্মের লোকেদের কাছে বিশেষভাবে সম্মানিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি সীমান্ত রক্ষীরা জানিয়েছে যে তারা কাছাকাছি একটি গ্রাম থেকে আক্রমণকারী ৬৫ বছর বয়সী ঐ ফিলিস্তিনি নারীকে গ্রেফতার করেছে।
আহত ব্যক্তি নিকটবর্তী কিরিয়াত আরবার বসতির ৩৮ বছর বয়সী বাসিন্দা।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়। তখন থেকে, প্রায় ৭ লক্ষ ইসরাইলি ইহুদি পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাস করছে যেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই অবৈধ বলে মনে করে।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী হোমেশের উত্তর পশ্চিম তীরের বসতির কাছে বৃহস্পতিবার এক মারাত্মক গোলাগুলির ঘটনার পিছনে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালানোর সময়ে এই আক্রমণটি ঘটে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে যে ফিলিস্তিনি হামলাকারীরা একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। ঐ ঘটনায় ২৫ বছর বয়সী ইহুদি ধর্মীয় ছাত্র ও বাসিন্দা ইয়েহুদা ডিমেন্টম্যান নিহত হয়।
কেউ ওই হামলার দায় স্বীকার করেনি, তবে একাধিক ফিলিস্তিনি সংগঠন প্রশংসাই করেছে।