অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারে স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ২৫জন শিশু নিহত


ফাইল - অ্যাসোসিয়েটেড প্রেস ভিডিও থেকে নেওয়া এই ছবিতে ১৪ এপ্রিল ২০২১ এ নিজারের নিয়ামেতে স্কুলে আগুনের ঘটনার পর পোড়া চেয়ার, টেবিল এবং অন্যান্য জিনিস দেখা যাচ্ছে। (ছবি-এপি/বোরেমিয়া ইসোফু)
ফাইল - অ্যাসোসিয়েটেড প্রেস ভিডিও থেকে নেওয়া এই ছবিতে ১৪ এপ্রিল ২০২১ এ নিজারের নিয়ামেতে স্কুলে আগুনের ঘটনার পর পোড়া চেয়ার, টেবিল এবং অন্যান্য জিনিস দেখা যাচ্ছে। (ছবি-এপি/বোরেমিয়া ইসোফু)

নিজারের মন্ত্রিপরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার দক্ষিণ নিজারে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের খড়ের ছাদে আগুন লেগে অন্তত ২৫জন শিশু নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর অবস্থায় পাঁচজনসহ ১৪ শিশু আহত হয়েছে। রাজধানী নিয়ামে থেকে ৬০০ কিলোমিটার (370 মাইল) পূর্বে মারাদি শহরে স্কুলটি অবস্থিত।

আঞ্চলিক শিক্ষা পরিচালক মামান হাদি বলেন, "এই মুহূর্তে আমরা আগুনের সূত্রপাত কোথা থেকে তা বলতে পারছি না।"

তিনি জানান,সবগুলো ক্লাস স্থগিত করা হয়েছে এবং মারাদিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয়বারের মতো এই বছর পশ্চিম আফ্রিকার দেশটিতে শ্রেণীকক্ষে আগুন লেগে ছাত্রদের মৃত্যু হয়েছে। এপ্রিলে নিয়ামেতে ২০জন প্রাক-বিদ্যালয়ের শিশু মারা যায়।

সোমবার মন্ত্রিপরিষদ বলেছে যে এই দুটি ঘটনার পর, খড়ের ছাদের কুঁড়ে ঘরে প্রাক বিদ্যালয়ে ক্লাস নেয়া উচিত নয়।

XS
SM
MD
LG