অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় দিনের দাঙ্গার পর সোলোমন রাজধানী হোনিয়ারাতে রাতের কারফিউ জারি


সলোমন দ্বীপপুঞ্জের হোনিয়ারার চাইনাটাউনে ক্ষতিগ্রস্ত দোকানের বাইরে রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে আছে।২৬ নভেম্বর ২০২১। (ছবি-এপি/পিরিঙ্গি চার্লি)
সলোমন দ্বীপপুঞ্জের হোনিয়ারার চাইনাটাউনে ক্ষতিগ্রস্ত দোকানের বাইরে রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে আছে।২৬ নভেম্বর ২০২১। (ছবি-এপি/পিরিঙ্গি চার্লি)

তৃতীয় দিনের সহিংসতার পর শুক্রবার সোলোমন দ্বীপপুঞ্জের অশান্ত রাজধানী হোনিয়ারাতে রাতের কারফিউ জারি করা হয়। সহিংসতার সময় প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণের মুখে পড়ে এবং শহরের কিছু অংশ অগ্নিকান্ডের ধ্বংসস্তূপে পরিণত হয়।

দাঙ্গাকারী যারা সমুদ্রতীরবর্তী রাজধানীর পূর্বে বিরোধী নেতা মানসেহ সোগাভারের বাড়ির দিকে মিছিল করছিল তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সতর্কীকরণ গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী এএফপি সাংবাদিকরা জানান, শহরের কেন্দ্রের দিকে ফিরে যাওয়ার আগে জনতা পাশের অন্তত একটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

পরে, সদ্য আগত অস্ট্রেলিয়ার পুলিশ এবং সৈন্যরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে এগিয়ে আসে। রাস্তায় তাদের উপস্থিতি ছিল দৃশ্যমান এবং তারা ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল।

সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে, স্থানীয় কর্তৃপক্ষ সহিংসতা বন্ধ করতে হোনিয়ারাতে রাতের বেলার কারফিউ ঘোষণা করে যা "প্রত্যাহার না হওয়া পর্যন্ত" বলবৎ থাকবে বলে জানানো হয়।

ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতাদের মতে জনতা ‘এর আগে ৩৬-ঘন্টা লকডাউনকে উপেক্ষা করে। কয়েক হাজার লোক - কুড়াল এবং ছুরি নিয়ে শহরের চায়নাটাউন, পয়েন্ট ক্রুজ এবং ব্যবসায়িক জেলাগুলিতে ঘুরতে থাকে।

সোগাভারের সরকারের ব্যর্থতা এবং চলমান বেকারত্বে হতাশা সৃষ্টি-আংশিকভাবে এই দুটি কারণে বিশাল আকারের সহিংসতা দেখা দিয়েছে। দুই বছরের এই মহামারী, পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে৷

XS
SM
MD
LG