অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ জলবায়ু আলোচনার শুক্রবারের মঞ্চে প্রাধান্য পাচ্ছে তরুণরা


সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ (COP26) ইউএন জলবায়ু সম্মেলনের প্রান্তে একটি 'ফ্রাইডেস ফর ফিউচার' জলবায়ু প্রতিবাদে অংশ নিচ্ছেন৷১ নভেম্বর ২০২১।(ছবি-এপি/এন্ড্রু মিলিগান)
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ (COP26) ইউএন জলবায়ু সম্মেলনের প্রান্তে একটি 'ফ্রাইডেস ফর ফিউচার' জলবায়ু প্রতিবাদে অংশ নিচ্ছেন৷১ নভেম্বর ২০২১।(ছবি-এপি/এন্ড্রু মিলিগান)

স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ে এক সপ্তাহ ধরে চলা সরকার প্রধানদের গম্ভীর বক্তৃতা এবং প্রতিশ্রুতি শেষে শুক্রবার জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের কেন্দ্রবিন্দু হচ্ছেন পরিবেশকর্মীরা। শিক্ষার্থীদের মিছিল, যুব-নেতৃত্বাধীন উপস্থাপনা, এবং আর্কটিকের বেহাল অবস্থা বোঝানোর জন্যে গ্রিনল্যান্ড থেকে গ্লাসগোর রিভার ক্লাইডে আনা বিশাল এক হিমশৈল দিয়ে নাটকীয়ভাবে জলবায়ু সমস্যা তুলে ধরছেন তারা।

উগান্ডার ভেনেসা নাকাতে এবং সুইডেনের গ্রেটা থানবার্গের মতো তরুণ কর্মীরা কিভাবে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসাধারণকে অবহিত করেছেন তার স্বীকৃতি দেয়া এবং তরুণদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিণতি মেনে নিয়ে বাঁচতে হবে, তাদের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে যুক্তরাজ্যের সংগঠকরা এই দিনটিকে নাগরিক গোষ্ঠীর কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই মার্চের আয়োজক, গ্রেটা থানবার্গের জলবায়ু আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের কর্মী ইসাবেল অ্যাক্সেলসন(২০)বলেন,"আমরা আশা করছি যে প্রচুর লোকের সমাগম হবে এবং রাস্তায় আমাদের সঙ্গে কেবল যুবরাই নয়, প্রাপ্তবয়স্করাও যুবদের সমর্থন দেবে যারা চান জলবায়ু সম্পর্কিত পদক্ষেপ গ্রহণ করা হোক"।

গ্লাসগোতে কপ-২৬(COP26) আলোচনার লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য যথেষ্ট জাতীয় প্রতিশ্রুতি আদায় করা - প্রধানত জীবাশ্ম জ্বালানি থেকে যাতে গড় বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা যায়। বিজ্ঞানীরা বলছেন এই প্রান্তিক মাত্রা অতিক্রম করা হলে জলবায়ু সংকট অনেক বেড়ে যেতে পারে।

কপ-২৬(COP26) শীর্ষ সম্মেলনে এখন পর্যন্ত কয়লা উচ্ছেদ, বন উজাড় করা কমানো এবং মিথেন রোধ করার চুক্তি হয়েছে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবী উদ্যোগগুলি কতোটা সহায়ক হবে সে সম্পর্কে একটি স্পষ্ট চিত্র এখনও উঠে আসেনি।

XS
SM
MD
LG