খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ডিসেম্বর ক্রিসমাস পালন করা হয়। তবে অন্যান্যবারের মতো এবার গির্জাগুলোতে ছিলনা কোন জমকালো আলোকসজ্জা।
এ প্রসঙ্গে ঢাকার আর্চবিশপ বিজয় এন’ডি ক্রুজ করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রার্থনার কথা বলেন।
গির্জায় প্রার্থনা করতে এসে সবাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চান। এছাড়া অন্যধর্মের অনেকেই আসেন বেড়াতে।
খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যীশুখ্রীষ্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি পেতে আর মানববন্ধনকে আরো সুদৃঢ় করতে।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্টঃ