অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার সামরিক পরিস্থিতির অবনতি: জরুরি আলোচনার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন


নিউইয়র্কের এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী 
এন্টোনি ব্লিংকেন।২৩ সেপ্টেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/এডুয়ারডো মুনোজ) 
নিউইয়র্কের এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  এন্টোনি ব্লিংকেন।২৩ সেপ্টেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/এডুয়ারডো মুনোজ) 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্লিংকেন ইথিওপিয়ার সামরিক পরিস্থিতির অবনতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং সেখানে সংকটের বিষয়ে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ সে দেশের জাতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার কয়েক ঘন্টা পর এই মন্তব্য করেন ব্লিংকেন।

নেড প্রাইস শুক্রবার এক বিবৃতিতে বলেন "পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইথিওপিয়ায় সামরিক শক্তি বৃদ্ধির উদ্বেগজনক লক্ষণ সম্পর্কে গভীর উত্কন্ঠা প্রকাশ করেছেন এবং জরুরী ভিত্তিতে আলোচনায় বসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।"

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং ব্লিংকেনের মধ্যে ফোনালাপের পর প্রাইস বিবৃতিটি প্রকাশ করেন।

শুক্রবার ইথিওপিয়ার রাষ্ট্র-অধিভুক্ত ফানা ব্রডকাস্টিং জানিয়েছিল আবি উত্তর-পূর্ব আফার অঞ্চলে বিদ্রোহী টিগ্রায় বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে রয়েছেন। আবি তার টুইটারে একই ভিডিও পোস্ট করেছেন।

আবির সরকার এক বছরেরও বেশি সময় ধরে টিগ্রায় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই সংঘাতে আফ্রিকার দ্বিতীয়-জনবহুল দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে।

XS
SM
MD
LG