অ্যাকসেসিবিলিটি লিংক

আবার হাসপাতালে ভর্তি করা হলো বেগম খালেদা জিয়াকে 


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- ফাইল ফটো- এএফপি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- ফাইল ফটো- এএফপি

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসার পর ভর্তি করা হয়েছে।

এর আগে তিনি গুলশানের বাসা থেকে গাড়িতে করে হাসপাতালে আসেন। ৭৬ বছর বয়সী বিএনপি নেত্রীকে হুইল চেয়ারে করে নির্ধারিত কেবিনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার সঙ্গে কথা বলে এবং প্রাথমিকভাবে পরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন। এভারকেয়ার হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে সমস্যাগুলো। হৃদরোগ বিষেশজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড সবকিছু দেখাশোনা করছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, লিভার, কিডনি ও রক্তের কিছু স্যাম্পল নেওয়া হয়েছে। তাপমাত্রা উঠানামা করছে। রিপোর্টগুলো আসার পর বিস্তারিত জানাবেন। জানা গেছে, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, আথ্রাইটিস, চোখের সমস্যায় ছিলেন। তবে এবার লিভার ও কিডনির সমস্যা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হাসপাতালে আসার আগে বেগম জিয়ার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন। কথা বলেন। তবে কি নিয়ে কথা হয়েছে তা নিয়ে কিছু বলেননি মির্জা ফখরুল।

উল্লেখ যে, বেগম খালেদা জিয়া দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী আটক হয়ে কারাগারে যান। গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষ তাকে জামিনে মুক্তি দেওয়া হয় ৬ মাসের জন্য। এরপর কয়েক দফায় ৬ মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য দাবি করা হচ্ছে। সরকারের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিতে আইনগত বাধা রয়েছে।

XS
SM
MD
LG