অ্যাকসেসিবিলিটি লিংক

অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে অত্যাধুনিক হাসপাতাল তৈরি হবে


অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে অত্যাধুনিক হাসপাতাল তৈরি হবে
অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে অত্যাধুনিক হাসপাতাল তৈরি হবে

অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে ধন্যিপুর গ্রামে প্রস্তাবিত মসজিদ চত্বরে একটি সুপার স্পেশালিটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে। আজ ওই মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মুখপাত্র আতহার হোসেন এ কথা জানিয়েছেন।

অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে ধন্যিপুর গ্রামে প্রস্তাবিত মসজিদ চত্বরে একটি সুপার স্পেশালিটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে। আজ ওই মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মুখপাত্র আতহার হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ৫ একর জমির মধ্যে মসজিদ ছাড়া এই হাসপাতালের জন্যই সবচেয়ে বেশি জায়গা রাখা হচ্ছে। প্রথমে এটিতে ১০০টি শয্যা থাকবে, তাতে ক্যান্সার থেকে শুরু করে নানা রকমের কঠিন রোগের চিকিৎসা হবে। পরে শয্যা সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ২০০ করা হবে।

ওখানে যে মসজিদ ছাড়াও বেশকিছু জনহিতকর কর্মকাণ্ড হবে সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ আতহার হোসেন সে ব্যাপারে আর একটু বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদ আর হাসপাতাল ছাড়া একটি কমিউনিটি কিচেন বা লঙ্গরখানা তৈরি করা হবে, যেখান থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। আর থাকবে ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, যেখানে ভারতীয় ও ইসলামি দর্শন নিয়ে পড়াশোনা ও গবেষণা করার ব্যবস্থা থাকবে। তার জন্য একটি লাইব্রেরি ও সংগ্রহশালা থাকবে এবং পৃথিবীর নানা জায়গা থেকে গবেষক ও বিদ্বজ্জনদের আমন্ত্রণ করে আনা হবে, তাঁরা বক্তৃতা দেবেন, আলোচনা সভা করবেন।

আতহার হোসেন বলেন, আমরা যখন সুযোগ পেয়েছি তখন এই মসজিদ চত্বরকে সবার ভালোর জন্য একটা প্রকল্প হিসেবে গড়ে তুলবো, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হবে মূলকথা। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG