বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুমিল্লার একটি নাশকতার ঘটনায় দায়ের করা দুইটি মামলায় সোমবার হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের জামিনের আদেশের বাতিল চেয়ে রাষ্ট্র পক্ষের করা আবেদনের ওপর মঙ্গলবার দুই পক্ষের শুনানি শেষে জামিন স্থগিতের আদেশ দেন । তিনি পরে রাষ্ট্র পক্ষের আবেদনটি শুনানিরজন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন ।
এদিকে, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা এবং ১ই আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগের দুটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদালত বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছে।