সোমবার সউদি-আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন ইয়েমেনে হৌথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান অভিযান অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে সেখানে মানবিক কারণে সাময়িক যুদ্ধ-বিরতি শুরু হওয়ার কথা।
সউদি সীমান্তের নিকটবর্তী সাদা অঞ্চল, পূর্বের তেল উতপাদনকারী মারিব রাজ্য এবং দক্ষিণ-পশ্চিমের তাইজ অঞ্চলে বোমারু বিমান অভিযান চালায়।
গত সপ্তাহে, সউদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মানবিক বিবেচনায় একটি যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়। ইয়েমেনে খাদ্য, জ্বালানী এবং ওষুধের মত আবশ্যকীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। হৌথিরা রোববার বলেছে, তারা এই পরিকল্পনা গ্রহণ করেছে এবং মঙ্গলবার থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।
ওদিকে, মরক্কোর সামরিক বাহিনী সোমবার বলেছে, তাদের একটি এফ-16 বিমানের কি হয়েছে, তা তারা তদন্ত করে দেখছে। সউদি নেতৃত্বাধীন কোয়ালিশনের অংশ হিসেবে বিমান অভিযান চালাতে গিয়ে বিমানটি নিখোঁজ হয়।
রাষ্ট্রীয় মাধ্যমে থেকে বলা হয়েছে, সামরিক বাহিনী বলছে, রোববার সন্ধায় বিমানটি দেখা গেছে, এবং একই সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট বলছে, নিখোঁজ বিমানের পাইলটকে তারা বের হয়ে যেতে দেখেনি।