ইয়েমেন বিষয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিশেষজ্ঞরা, সে দেশে, কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র ব্যবসা বন্ধের আবেদন জানিয়েছেন I এই অস্ত্র ব্যবসা, দরিদ্র এই দেশটিতে গৃহযুদ্ধের ইন্ধন জুগিয়েছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ্বের সবচাইতে জঘন্য মানবিক বিপর্যয়ের সূচনা করেছেI
৬ বছরের নিষ্ঠূর যুদ্ধ, দেশ ও জনগণের ধ্বংস সাধন করেছে মাত্র I ১২,০০০ নিরীহ জনগণসহ এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে, সেখানে ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয় ,যা যুদ্ধাপরাধের সামিলI সৌদি পরিচালিত জোট বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা, মারণাত্মক যুদ্ধে লিপ্ত হয়ে, নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তূ করেছেI