অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্ক সিটিতে ১১ই সেপ্টেম্বরের স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হলো


নিউ ইয়র্ক সিটিতে ১১ই সেপ্টেম্বরের স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হলো
নিউ ইয়র্ক সিটিতে ১১ই সেপ্টেম্বরের স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হলো

সন্ত্রাসীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার বিধ্বস্ত করার এক দশক পরে ১১ই সেপ্টেম্বরের জাতীয় স্মৃতিসৌধ আজ সোমবার নিউ ইয়র্ক সিটিতে সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে। পরিদর্শকরা এই প্রথম বারের মতো সেখানে ব্রোঞ্জের প্যানেলে দেখবেন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে এবং ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলায় নিহতদের খোদাই করা নাম , পানিতে এর প্রতিফলন । এক সময়ে যেখানে এই টাওয়ার ভবনটি ছিল , তারই পাদদেশে গ্রানাইট পাথরে নির্মিত কিউব আকৃতির এই জলাধারগুলি , প্রতিটির আয়োতন অর্ধেক হেক্টার এবং এগুলি হচ্ছে উত্তর আমেরিকায় মানুষের তৈরি বৃহত্তম ঝর্ণাধারা। ঐ প্রশান্ত জলাধারে যাবার পথে রয়েছে শত শত গাছ, যেগুলি ঐ ব্যস্ত শহরের মাঝেও শান্ত আবহ সৃষ্টি করে। ঐ একই প্রাঙ্গনে রয়েছে ১১ই সেপ্টেম্বরের জাতীয় জাদুঘর এবং তা আগামি বছর উদ্বোধন হবার কথা।

XS
SM
MD
LG