আজ রোববার বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘ বার্ষিক উদযাপনের এই দিনটি নির্ধারিত করে। এর লক্ষ্য হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিমালার প্রতি সমর্থন দেওয়া এবং তা উদযাপন করা। প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে, গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন।
জাতিসংঘ বলেছে বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল নাগরিককে সংবাদ মাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে জানানো যায়। এটা স্মরণ করিয়ে দেওয়া যে বিশ্বের বহু দেশে পত্র পত্রিকা সেন্সার করা হয়, জরিমানা করা হয়, বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের হয়রানি করা হয়, তাদের উপর আক্রমণ চালানো হয়, তাদের আটক করা হয় এমন কি তাদের হত্যা করা হয়।
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার মি ওবামা তিনজন অভিবাসী সাংবাদিকের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। তিনি বলেন তাদের নিজ দেশে তাদের প্রতি কঠোর আচরণ করা হয় এবং তারা এখন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করছেন। তারা আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।