তিস্তার জল-চুক্তি সম্পাদন না হলে প্রতিবেশি দু’ দেশের সম্পর্কে তা কাঁটা হয়ে থাকবে বলে ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের মন্তব্য নিয়ে এই রিপোর্টট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
জম্মু ও কাশ্মির সীমান্তে পাক সেনার বিনা প্ররোচনায় গুলি চালনার ঘটনায় যোগ্য জবাব দিচ্ছে ভারত- বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুন জেটলী। র এরই ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায়।
পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন সমাজ ও দেশের মানুষের প্রতি ছাত্র সমাজের বিশেষ দায়িত্ব রয়েছে। রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষারায়।