ভারতের উত্তর পূর্বাঞ্চলের দু’ই রাজ্য অসমের বক্সার জেলায় চার জনকে অপহরণ করা হয়েছে- ওদিকে ইম্ফলের, মনিপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণে আহত হয়েছে পাঁচ ব্যক্তি- জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
ভারতে,পশ্চিম বঙ্গ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার দেশের বাদবাকি অংশের তুলনায় কমে গিয়েছে। এই অভাবনীয় পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।