ভেনেজুয়েলায় চলছে বড় রকমের রাজনৈতিক সংকট। একদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অন্যদিকে বিরোধী নেতা হুয়ান গুয়াইডো পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সেখানে বিরাট রকমের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। গুয়াইডো বেশ কয়েকদিন আগেই নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং তার পক্ষে যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশই সমর্থন জ্ঞাপন করেছেন। অন্যদিকে মাদুরো ক্ষমতায় টিকে আছেন। এই সংকটের স্বরূপ এবং এর সম্ভাব্য নিস্পত্তি সম্পর্কে American Public University ‘এর বিভাগের Security Studies বিভাগের Adjunct Faculty ড: সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আনিস আহমেদ।