অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলায় সরকার ও বিরোধীদের আলোচনা


ভেনেজুয়েলায় নিদারুন অর্থনৈতিক সঙ্কটের মাঝে শুক্রবার সরকার ও বিরোধীদল রাজনৈতিক উত্তেজনা প্রশমনে আলোচনা শুরু করেছেন I তবে আলোচনার ফলাফল নেতিবাচক হতে পারে ; কারণ বিরোধীরা দাবি করেছে গণভোটের মাধ্যমে সোসালিষ্ট পন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণের, যে প্রশ্নে কর্তৃপক্ষ সম্মত হবার কোনো লক্ষণ দেখায়নি I

পোপ ফ্রান্সিস ব্যক্তিগতভাবে মাদুরোর সঙ্গে সাক্ষাতের পর, ভ্যাটিকানের প্রয়াসে এই সংলাপের আয়োজন করা হয় I ভ্যাটিকানের দূত অবশ্য আলোচনাকে ফলপ্রসূ বলে দাবী করেছেন I

XS
SM
MD
LG