উজবেকিস্তানে রবিবার প্রেসিডেনশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাভকাত মিরজিওয়েভ কোনো প্রকৃত বিরোধিতার মুখে পড়বেন না এবং এটা প্রায় নিশ্চিত যে তিনি দ্বিতীয় দফা জয়ী হতে চলেছেনI
মিরজিওয়েভের সম্ভাব্য জয় তাঁর সফল সংস্কার অভিযানকে আরো সফল করতে সাহায্য করবে এবং ব্যাপক কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা সমুন্নত রেখে উজবেকিস্তানের জন্য আরো ব্যবসা ও বিনিয়োগের সুযোগ এনে দেবেIর
৬৪ বছর বয়সী নেতা মিরজিওয়েভ তাঁর খনিজ সম্পদ সমৃদ্ধ দেশের সঙ্গে রাশিয়া ও পশ্চিম উভয়ের সম্পর্ক পুনর্স্থাপন করেছেন, যে সম্পর্ক স্বাধীনতা পরবর্তী উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট, করিমভের আমলে বিনষ্ট হয়I
মিরজিওয়েভ এছাড়াও তারা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব বজায় রেখেছেন এবং কতিপয় রাজনৈতিক বন্দিদের মুক্তি দেন, যারা ভিন্ন মতাদর্শীদের প্রতি করিমভের অনমনীয় নীতির কারণে কারাবাস ভোগ করেনI
এতদসত্ত্বেও ৩ কোটি ৪০ লক্ষ লোকের প্রধানত মুসলমান এই দেশটিতে প্রকৃত কোনো বিরোধী দল নেই এবং যে ৪জন প্রার্থী মিরজিওয়েভ'র বিরুদ্ধে লড়ছেন, তাদের মনোনীত করেছেন সেইসব পার্টি, যারা প্রেসিডেন্টকে সমর্থন করেনI
মিরজিওয়েভ অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূর করা এবং জেলা পরিষদের কতিপয় ক্ষমতা হস্তান্তর করে ধীরে ধীরে সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেনI
কভিড সংক্রমণের উদ্বেগের কারণে ভোটারদের এখন মাস্ক পড়তে হবে এবং নির্বাচনী কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যেখানে চিকিৎসা কর্মীরা উপস্থিত থাকবেনI ভোটদান শেষ হবে রাত ৮টায় এবং সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছেI