অ্যাকসেসিবিলিটি লিংক

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়


উত্তম-সুচিত্রা জুটি
উত্তম-সুচিত্রা জুটি

বাংলা ছায়াছবির মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করছিলেন স্বনামধন্যা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তার মতে উত্তম কুমার যে কোনো ছবিতে তার অভিনয় প্রতিভার জোরে দর্শকদের মুগ্ধ কোরে রাখতে পারতেন। সেখানে পরিচালক ভালো কি খারাপ, তাতে কিছু যেতো আসতো না। সত্যজিত রায় তাকে ভেবেই লিখেছেন নায়ক ছবির চিত্রনাট্য। তবে শুধু নায়ক হিসেবে নয়, ভিলেন কিংবা যে কোনো চরিত্রে তিনি ছিলেন অসামান্য অভিনেতা। মানুষ হিসেবেও ছিলেন অসম্ভব উদার এবং দানশীল। আর সে কারণেই হয়ত চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল মহানায়ক হয়েই থাকবেন। উত্তমকে নিয়ে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সাথে কথা বলেছেন আহসানুল হক।

XS
SM
MD
LG