অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় যুক্তরাষ্ট্রে আসতে শুরু করেছেন ভ্রমণকারীরা


লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দুটি বিমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নভেম্বর ০৮, ২০২১।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দুটি বিমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নভেম্বর ০৮, ২০২১।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে, নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এমন মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিলে, সোমবার ভ্রমণকারীরা প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মত পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে আসতে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কঠিন ঐ নিষেধাজ্ঞা ২০২০ সালের শুরুতে আরোপ করা হয়েছিল। এতে চীন, ভারত ও ইউরোপের বেশিরভাগ দেশসহ ৩৩টি দেশ থেকে বিমানে করে আসা ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং মেক্সিকো ও কানাডা থেকে স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ঐ নিষেধাজ্ঞাটি পর্যটন শিল্পের যেমন বেশ বড় ক্ষতি করেছে, ঠিক তেমনি প্রিয়জনদের বিয়ে, অন্ত্যেস্টিক্রিয়া বা নবজাতক শিশুকে দেখা থেকেও মানুষকে বিরত রেখেছে।

সোমবার থেকে ভ্রমণকারীর কোভিড-১৯ এর টিকা দেবার দাপ্তরিক প্রমাণ এবং সাম্প্রতিক সময়ে করা করোনা ভাইরাস পরীক্ষার নেতিবাচক ফলাফল দেখিয়ে বিমানে করে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন।

( রয়টার্স )

XS
SM
MD
LG