অ্যাকসেসিবিলিটি লিংক

অর্ধেক আমেরিকান চান আগামি প্রেসিডেন্ট যেন ইসলামের নিন্দে না করেন


যুক্তরাষ্ট্রের আগামি প্রেসিডেন্ট, ইসলামি উগ্রবাদকে কি ভাবে দেখবেন সে নিয়ে ডেমক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে প্রচন্ড মতভেদ রয়েছে।

পিউ গবেষণা কেন্দ্রের হিসেবে দেখা যাচ্ছে রিপাবলিকান কিংবা যারা রিপাবলিকানদের প্রতি ঝুঁকে আছেন তাদের মধ্যে ৬৫ শতাংশ চান যে প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরি যেন খোলাখুলি ভাবে ইসলামিক উগ্রবাদ সম্পর্কে বক্তব্য রাখেন, তাতে গোটা ইসলাম ধর্মের সমালোচনা হলেও হোক।

তবে ডেমক্র্যাট ও ডেমক্র্যাট সমর্থকদের মধ্যে ৭০ শতাংশই মনে করেন যে আগামি প্রেসিডেন্টের উচিৎ হবে সাবধানতার সঙ্গে কথা বলা।

সামগ্রিক ভাবে আমেরিকানদের মধ্যে অর্ধেকেই চান যে ইসলামি উগ্রবাদ সম্পর্কে কথা বলার সময়ে আগামি প্রেসিডেন্ট যেন সামগ্রিক ভাবে ইসলামের নিন্দে না করেন।

গত মাসে পরিচালিত এই জরিপে দেখা গেছে যে, এতে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক লোকই মনে করেন যে কোন কোন মুসলিম নাগরিক আমেরিকা বিরোধী মনোভাব পোষণ করে। এর মধ্যে ১১ শতাংশ মনে করেন যে অধিকাংশ কিংবা প্রায় অধিকাংশ আমেরিকান মুসলিমই, আমেরিকান মুসলিম।

XS
SM
MD
LG