যুক্তরাষ্ট্রের সেনেট ভবনে নাগরিকত্ব আইন ও ধর্মীয় স্বাধীনতা শীর্ষক এক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আয়োজিত এই শুনানিতে ভারত ও মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা তাদের মতামত তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন তাওহীদুল ইসলাম।
শুনানিতে অংশ নেওয়া চারজন বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শী হচ্ছেন- ভারতের গুয়াহাটিতে মানবাধিকার আইনজীবী আমান ওয়াদুত, ব্রাউন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আসুতোস ভারসানী, রোহিঙ্গা লিগাল ফোরাম ইন ওয়াশিংটন ডিসি’র চেয়ার অধ্যাপক আজিম ইব্রাহিম এবং সায়মন ইসকিওয়াড সেন্টারের পরিচালক নওমি কিকোলার। তারা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর চেয়ার, ভাইস-চেয়ার ও কমিশনারদের কাছে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে তাদের বিশ্লেষণ তুলে ধরেন।