যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক শীতল যুদ্ধের অবসানের পর থেকেই নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। প্রেসিডেন্ট ডনাল্ড টাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে এই সম্পর্ক এক নতুন মোড় নেবে বলে নানান জল্পনা কল্পনা চলছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ যে ক্রমশই দানা বেঁধে উঠছে , তার্ই প্রেক্ষাপটে কংগ্রেস রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো । পাল্টা ব্যবস্থা নিল রাশিয়াও । এ সব কিছুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে অ্যাটলান্টায় আমেরিকান পাবলিক স্কুল সিস্টেমের স্কুল অফ সেকিউরাটি স্টাডিজের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ড সাঈদ ইফতিখার আহমেদ কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে ।