যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা , সিরিয়ায় তাদের বিমান উড়ানের নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে আজ বুধবার ভিডিও কনফেরেন্স এর মাধ্যমে আরও কথা বার্তা বলছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেন যে এই আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং তিনি আশা করছেন যে সিরিয়ার মধ্য আকাশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান দূর্ঘটনার সম্ভাব্য আশঙ্কা এড়াতে অবিলম্বেই একটি চুক্তি সম্পাদিত হবে।
তিনি বলেন যে সিরিয়া বিষয়ক নীতি নিয়ে দ্বিমত সত্বেও , এ ব্যাপারে আমাদের মধ্যে সহমত হতে পারে যে আমাদের বিমান কর্মীদের সম্ভাব্য সব রকম নিরাপত্তা দিতে হবে। কার্টার আরও বলেন যে সিরিয়ায় ইসলামিক স্টেটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের মিশনে কোন রকম পরিবর্তন করা হবে না তবে তিরি রাশিয়াকে তার কথায় তাদের ব্যর্থ কৌশল পরিত্যাগ করার আহ্বান জানান।
ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার এক বিবৃতিতে জানায় যে তারা এ ব্যাপারে নির্দিষ্ট পরামর্শ দেবে এবং আমেরকিআর কাছে তারা এর খসড়া পাঠাচ্ছে। আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লেভরফ বলেন যে সিরিয়ায় সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তৃত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানিয়েছে।