অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও রাশিয়া অস্ত্র সমঝোতার আভাস দিয়েছে


যুক্তরাষ্ট্রের আলোচক মার্শাল বিলিং স্লি বলছেন ওয়ার্কিং গ্রুপের এই আলোচনা জুলাইয়ের শেষে কিংবা আগস্টের প্রথম দিকে শুরু হতে পারে এবং এর ফলে ভিয়েনায় দ্বিতীয় দফা আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের মধ্যকার পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির পরিবর্তে নতুন চুক্তি সম্পাদনের ব্যাপারে অগ্রগতির আভাষ দিয়েছে । ঐ চুক্তিটির মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হবার কথা। তবে সামনে এ নিয়ে আরও বাধা আছে , বিশেষত এই আলোচনায় অন্তর্ভুক্ত হবার ব্যাপারে চীনের আপত্তি। ২০১০ সালে স্বাক্ষরিত New Strategic Arms Reduction Treaty সংক্ষেপে স্টার্ট হচ্ছে এই চুক্তি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মোতায়েন করা পরমাণু অস্ত্র সীমিত করার কথা আছে। যুক্তরাষ্ট্রের আলোচক মার্শাল বিলিং স্লি বলছেন ওয়ার্কিং গ্রুপের এই আলোচনা জুলাইয়ের শেষে কিংবা আগস্টের প্রথম দিকে শুরু হতে পারে এবং এর ফলে ভিয়েনায় দ্বিতীয় দফা আলোচনা হতে পারে।

XS
SM
MD
LG