ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে কোটিকোটি ডলার শুল্ক আরোপ করছে। জিনস, বারবন হুয়িস্কি এবং মটর সাইকেলসহ আরও অন্যান্য পণ্যের উপরে শুল্ক বসানো হচ্ছে।
ইস্পাত এবং এলুমিনামেরর উপরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসাবেই ঐ পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্র আগামী দু-সপ্তাহে চীনের উপর ৩হাজার কোটি ডলার শুল্ক আরোপ করতে যাচ্ছে। চীনও পালটা ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে, যার ফলে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক দেশের অর্থনীতিতে বড় ধরণের পরিবর্তন দেখা দেবে। চেম্বার অব কমার্সের শীর্ষস্থানীয় ভাইস প্রেসিডেন্ট জন মার্ফি বলেন, বিদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের উপরে জুলাই মাসের শেষ নাগাদ নতুন করে আনুমানিক ৭হাজার ৫শ কোটি ডলার শুল্ক আরোপ করা হবে।
বৃহস্পতিবার ডাবলিনে আয়ারল্যান্ডের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের ওপর যে শুল্ক আরোপ করেছে তা ‘সব ধরনের যুক্তি ও ইতিহাস বিরোধী।’