অ্যাকসেসিবিলিটি লিংক

'উস্কানি' বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানালেন যুক্তরাষ্ট্রের দূত


উত্তর কোরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্যাং কিম এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি নোহ কূ-ডুক সোলে একটি হোটেলে এ;সূচনায় মিলিত হচ্ছেন/২৪শে অক্টোবর, ২০২১/ছবি অন ইয়ং জুন/রয়টার্স
উত্তর কোরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্যাং কিম এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি নোহ কূ-ডুক সোলে একটি হোটেলে এ;সূচনায় মিলিত হচ্ছেন/২৪শে অক্টোবর, ২০২১/ছবি অন ইয়ং জুন/রয়টার্স

উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত রবিবার পিয়ংইয়ং-এর প্রতি আবারও পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় নিয়োজিত হওয়ার অনুরোধ জানিয়েছেনI

বিশেষ প্রতিনিধি স্যাং কিম পিয়ংইয়াংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উদ্বেগজনক এবং কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিপরীত বলে অভিহিতকরেছেনI

তবে পিয়ংইয়াং এ যাবৎ আলোচনার টেবিলে ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেI তারা সোল ও ওয়াশিংটনকে কূটনৈতিক তৎপরতার জন্য দোষারোপ করে, তবে তাদের নিজেদের সামরিক তৎপরতা চালিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছেI

বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানায় তাদের একটি সাবমেরিন-থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র অতিরিক্তপ্রতিক্রিয়া দেখিয়েছে। উত্তর কোরিয়া জানায় যে সেই পরীক্ষা ছিল আত্মরক্ষামূলক I

সেই উৎক্ষেপণ ছিল সাম্প্রতিক সপ্তাহগুলিতে অন্যতমএবং যা ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন I

বিশেষ দূত কিম বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের কোনো বৈরী মনোভাব নেইIদক্ষিণ কোরিয়ার পরমাণু দূত, নোহ কূ-ডুক বলেন, তিনি ও যুক্তরাষ্ট্রের দূত কোরিয় যুদ্ধ অবসানের জন্য সোলের প্রস্তাবকে গুরুতর আলোচনা বলে অভিহিত করেছেনI

১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তি নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়II

XS
SM
MD
LG