২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলার সঙ্গে জড়িত একজন সন্দেহভাজন লোককে যুক্তরাষ্ট্র আটক করেছে। ২০১২ সালের ঐ আক্রমণে রাষ্ট্রদূত ক্রিস্টফার স্টিভেন্স এবং আরও তিনজন আমেরিকান প্রাণ হারান।
মঙ্গলবার পেন্টাগণ জানায় যে একটি বিশেষ অপারেশান ইউনিট আহমেদ আবু খাতাল্লাহ নামের এই লোকটিকে রোববার বেনগাজির কাছে গ্রেপ্তার করে। বলঅ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে আটক রাখা হয়েছে এবং হত্যার দায়ে অসামরিক আদালতে তার বিচারের জন্যে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।
প্রেসিডেনন্ট বারাক ওবামা বলেন যে খাতাল্লাহকে আটক করার জন্যে তিনি ঐ বিশেষ ইউনিটকে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। তিনি বলেন যে এই অভিযুক্ত সন্ত্রাসীটি এখন আমেরিকান বিচার ব্যবস্থার সম্পুর্ণ রূপ দেখতে পাবে।
বেনগাজি আক্রমণের সময়কার পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিল্টন সিএন এন টেলিভিশনকে বলেছেন যে তিনি এখন ও জবাব খুঁজছেন । তিনি ঐ ঘটনাকে বিভ্রান্তি ও কঠিন সময় বলে বর্ণনা করেন।
তিনি বলেন যে তিনি আশা করছেন খাতাল্লাহর এই গ্রেপ্তার এই সব প্রশ্নের জবাব দেবে যে কারা ঐ হামলার পেছনে ছিল এবং এর উদ্দেশ্যই বা কি ছিল।
মঙ্গলবার পেন্টাগণ জানায় যে একটি বিশেষ অপারেশান ইউনিট আহমেদ আবু খাতাল্লাহ নামের এই লোকটিকে রোববার বেনগাজির কাছে গ্রেপ্তার করে। বলঅ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে আটক রাখা হয়েছে এবং হত্যার দায়ে অসামরিক আদালতে তার বিচারের জন্যে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।
প্রেসিডেনন্ট বারাক ওবামা বলেন যে খাতাল্লাহকে আটক করার জন্যে তিনি ঐ বিশেষ ইউনিটকে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। তিনি বলেন যে এই অভিযুক্ত সন্ত্রাসীটি এখন আমেরিকান বিচার ব্যবস্থার সম্পুর্ণ রূপ দেখতে পাবে।
বেনগাজি আক্রমণের সময়কার পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিল্টন সিএন এন টেলিভিশনকে বলেছেন যে তিনি এখন ও জবাব খুঁজছেন । তিনি ঐ ঘটনাকে বিভ্রান্তি ও কঠিন সময় বলে বর্ণনা করেন।
তিনি বলেন যে তিনি আশা করছেন খাতাল্লাহর এই গ্রেপ্তার এই সব প্রশ্নের জবাব দেবে যে কারা ঐ হামলার পেছনে ছিল এবং এর উদ্দেশ্যই বা কি ছিল।