অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ায় যুক্তরাস্ট্রের রাস্ট্রদূত শশস্ত্র হামলাকারীর আঘাতে আহত হয়েছেন


দক্ষিন কোরিয়ায় নিযুক্ত যুক্তরাস্ট্রের রাস্ট্রদূত মার্ক লিপ্পার্ট এক শশস্ত্র হামলাকারীর আঘাতে আহত হয়েছেন। স্থানীয় গনমাধ্যমের খবরে বলা হয় হামলার ঘটনার পর ৪২ বছর বয়সী লিপ্পার্টকে হাসপাতালে জরূরী চিকিৎসা দেয়া হচ্ছে। মুখে আঘাত লাগায় মুখমন্ডল রক্তাক্ত হয়েছে কিন্তু তিনি হাটতে পারছেন।

খবরে বলা হয়েছে তার মুখের ডানপাশে রেজার দিয়ে আঘাত করা হয়েছে। সিএনএন এ পররাস্ট্র দফতরের মুখপাত্র মারি হার্ফ বলেছেন লিপ্পার্ট এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে।

ইয়োন্যাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে হামলার ঘটনার পর কিম নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। হামলাম সময় সে দক্ষিন ও উত্তর কোরিয়াকে এক করা হোক বলে চিৎকার করছিল।

XS
SM
MD
LG