অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার আফগানিস্তানে পৃথক দু’ই আত্মঘাতি বোমার বিস্ফোরণে কম হলেও আঠারো জনের মৃত্যু হয়েছে


সরকারি কর্মকর্তারা বলছেন – শনিবার আফগানিস্তানে পৃথক দু’ই আত্মঘাতি বোমার বিস্ফোরণে কম হলেও আঠারো জনের মৃত্যু হয়েছে এবং এটা ঘটলো সেই সময়টায় যখন কিনা দেশটিতে সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ।
কতৃপক্ষিয় সূত্রে বলা হচ্ছে – হেগেল যখন কিনা রাজধানী কাবুল সফরে ছিলেন তখুনি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত হামলায় কম হলেও নয় অসামরিক ব্যক্তি নিহত হয় আর বাদবাকি অন্তত: অপর ১৩ জন মারা যায় বাইসাইকেল আরোহি এক আত্মঘাতি বোমাবাজের আক্রমনে ।
কর্মকর্তারা বলছেন – হেগেল নিরাপদ অবস্থানে ছিলেন এবং তাঁর ওপর কোনো আঘাত লাগেনি । তালেবানরা এ হামলার দায়দায়িত্ব দাবী করেছে – বলছে , যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রীকে হূঁশিয়ার করতেই এ হামলা চালানো হয় ।
ইতিমধ্যে , অপর আরেক ঘটনায় পূর্বাঞ্চলবর্তি খোস্ত শহরে দ্বিতিয় আরেক বিস্ফোরণে এক আফগান পুলিশ কর্মি এবং অসামরিক আট জনের মৃত্যু হয়েছে । অসামিরক আট জনের বেশির ভাগই ছিলো ছোটো ছোটো বাচ্চা । উল্লেখ্য হেগেল আফগানিস্তান পৌঁছোন শুক্রবার - কংগ্রেসের সেনেট সভায় তাঁর নিযুক্তি নিশ্চিত হবার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর ।
XS
SM
MD
LG