অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান কাতারে তালেবান দলের সঙ্গে আলোচনার অভিপ্রায় কথা ঘোষনা করেছে


যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান কাতারে তালেবান দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে তাদের অভিপ্রায়ের কথা ঘোষনা করেছে । এ অভিপ্রায়ের কথা ঘোষনা করা হয় মঙ্গলবারে , তালেবানরা দোহায় তাদের নতুন দফতর খোলবার কথা ঘোষনা করার সঙ্গে সঙ্গেই । তালেনবান দল বলেছে তারা চায় আফগানিস্তান সংকটের একটা রাজনৈতিক সমাধান হোক । যুক্তরাষ্ট্রের পদস্থ এক কর্তাব্যক্তি বলেছেন – আগামি ক’দিনের ভেতরেই তালেবান দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনা হবে । আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাই বলেছেন – আফগানিস্তান কাতারে দূত পাঠাবে তালেবান দলের সঙ্গে শান্তি আলোচনা শুরুর চেষ্টা চালানোর লক্ষে ।
XS
SM
MD
LG