অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কূটনৈতিক উপস্থিতি অব্যাহত থাকবেঃ যুক্তরাষ্ট্র


আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে আফগানিস্তান থেকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা সরিয়ে আনার প্রক্রিয়ায় দেশটিতে তালিবান হামলা বৃদ্ধি পাওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও যুক্তরাষ্ট্রের সেখানে কূটনৈতিক মিশন বন্ধ করার কোন পরিকল্পনা নেই।

কাবুলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের জরুরিভাবে সরিয়ে নেয়ার পরিকল্পনার খবরের প্রেক্ষিতে সেখানকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে আশ্বস্ত করা হয়।

টুইটার বার্তায় দূতাবাস জানায় আফগানিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের মিশন খোলা আছে এবং থাকবে। টুইটে, প্রেসিডেন্ট বাইডেনের পরামর্শ অনুযায়ী আফগানিস্তানের সরকার ও জনগণের জন্যে কাজ করতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কূটনৈতিক উপস্থিতি অব্যাহত থাকবে বলে বলা হয়।

XS
SM
MD
LG